ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের পৃথক অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্রসহ দুই ডাকাত এবং ১৯৫০ ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গত শনিবার ভোর থেকে রাত পর্যন্ত পরিচালিত এ অভিযানে মোট তিনজন আসামি গ্রেপ্তার করা হয়। রোববার (২৭ এপ্রিল) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য জানিয়েছেন আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন।
গ্রেপ্তাররা হলেন, মো. ফাহাদ ও রাফিকুল। ফাহাদ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আহরন্দ গ্রামের বাসিন্দা এবং রাফিকুল আখাউড়া উপজেলার ভাটামাথা গ্রামের বাসিন্দা।
অভিযানের সময় আরও ১০-১৫ জন ডাকাত পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে দুটি ফোল্ডিং ছুরি, একটি চাইনিজ কুড়াল এবং একটি বাঁশের হাতলযুক্ত বড় হাতুড়ি উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে আখাউড়া থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে নিয়মিত মামলা হয়েছে। অপর অভিযানে, গত শনিবার রাতে পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানে শিবনগর (মধ্যপাড়া) এলাকার আব্দুল্লাহকে ১ হাজার ৯৫০ ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন বলেন, অপরাধ দমনে আখাউড়া থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও চলবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি।
টিএইচ