রবিবার, ২৭ জুলাই, ২০২৫
ঢাকা রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২
The Daily Post

ডাকাতি ও পুলিশ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি

ডাকাতি ও পুলিশ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

টাঙ্গাইলে গরু ডাকাতি এবং দ্রুত গতিতে পিকআপ নিয়ে পালানোর সময় পুলিশ কনস্টেবল হত্যা মামলার আসামি মো. হাসান আলী (২৫) নামে এক ডাকাতকে গ্রেপ্তার করেছে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক দল গত বৃহস্পতিবার দিবাগত রাতে জয়পুরহাট জেলার কালাই উপজেলা থেকে পালিয়ে যাওয়ার সময় গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানাধীন রাজাবিরাট এলাকা তার শ্বশুর বাড়ি হতে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হাসান আলী গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার রাজাবিরাট গ্রামের মো. খাজামুদ্দিনের ছেলে। শুক্রবার (১৩ জুন) জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্প থেকে পাঠানো প্রেস রিলিজ পাঠিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস রিলিজ থেকে যানাযায়, গত ২৩ এপ্রিল আ. জলিল (৫৫) নামে একজন গরু ব্যবসায়ী লালমনিরহাট জেলার সদর থানাধীন বড়বাড়ী হাট হতে ০৬টি গরু ক্রয় করে বিক্রির উদ্দেশ্যে পিকআপ যোগে তার ছেলের মাধ্যমে টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা দেয়।

রাতে টাঙ্গাইল সদর এলাকায় ৭/৮ জন ডাকাত ব্যবসায়ীর ছেলে ও ড্রাইভারকে রড, হাতুড়ী ও ছুরির ভয় দেখিয়ে তাদের পিটিয়ে বেধে রেখে ০৬ টি গরু ডাকাতি করে পিকআপের উপর উঠায় এবং ব্যবসায়ীর ছেলে ও ড্রাইভারকে ঝোপের মধ্যে ফেলে ঢাকাগামী রাস্তায় পালিয়ে যায়।

পরবর্তীতে রাতে যমুনা সেতু পশ্চিম টোল প্লাজা হয়ে ডাকাতি করে গরু ভর্তি একটি পিকআপ উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। ওই সংবাদে যমুনা সেতু পশ্চিম থানা রেডিও বেতারের মাধ্যমে ডিউটি তদারকি টিমকে অবগত করে। ডিউটি তদারকি টিম চেকপোস্ট বসিয়ে গাড়িটিকে আটকানোর চেষ্টা করে। এক পর্যায়ে গাড়িটিকে আটক করতে ব্যর্থ হয়।

পরবর্তীতে ডিউটি তদারকি টিম সঙ্গীয় ফোর্সসহ অন্য গাড়ি দিয়ে রাস্তা বন্ধ করে দেয়। ডাকাতি হওয়া পিকআপটি গত ২৪ এপ্রিল সরকারি কাজে বাধাদান করত: বেপরোয়া গাড়ি চালাইয়া হত্যার উদ্দেশ্যে বেড়িকেড ভেঙে কর্তব্যরত কনস্টেবল মো. রফিকুল ইসলামকে স্বজোরে ধাক্কা দিয়ে মূর্মুষূ অবস্থায় ফেলে রেখে সুকৌশলে ঢাকার দিকে পালিয়ে যায়।

পরে কনস্টেবল রফিকুলকে শহীদ মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল সিরাজগঞ্জ এ প্রেরণ করা হয়। উন্নত চিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ খাজা নাজিম উদ্দিন হাসপাতাল এ রেফার্ড করেন। অবস্থার অবনতি হলে রাজারবাগ পুলিশ হাসপাতালে রেফার্ড করেন। মেডিকেলে নিয়ে যাওয়ার পরে মৃত্যুবরণ করেন।

ওই ঘটনায় গরু ব্যবসায়ী ও ডিউটি তদারকি কর্মকর্তা বাদী হয়ে পৃথক  দুই থানায় ডাকাতি ও হত্যাচেষ্টা মামলা করেন। গ্রেপ্তার আসামিকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করত সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।

টিএইচ