ডামুড্যা পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা করছেন পৌর প্রশাসক নাসরীন বেগম সেতু। বুধবার (২ জুলাই) পৌরসভা হলরুমে ডামুড্যা পৌরসভার ২২ কোটি ০৯ লাখ ২০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়।
পৌর প্রশাসক তার বক্তব্যে জানান, বর্তমান বাজেটে উন্নয়ন আয় লক্ষ্যমাত্রা ১৯ কোটি ২০ লাখ টাকা এবং রাজস্ব আয় লক্ষ্যমাত্রা ২ কোটি ৮৯ লাখ ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। পৌরসভার আয় দিয়ে ধাপে ধাপে উন্নয়ন কর্মকাণ্ড শুরু হবে।
ডামুড্যা পৌরসভার প্রশাসক নাসরীন বেগম সেতুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডামুড্যা থানার ওসি হাফিজুর রহমান মানিক, উপজেলা ইঞ্জি. আবু নাইম নাবিল, সমাজসেবা কর্মকর্তা ওবায়দুল রহমান, ডামুড্যা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ, ডামুড্যা পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান জুয়েল, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. ইদ্দিস আলী, উপসহকারী প্রকৌশলী মোবারক হোসেন, সহকারী কর নিধারক তুষার কান্তি দাসসহ পৌর কর্মকর্তারা।
এসময় পৌর প্রশাসক পৌরসভার চলমান নানা উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে পৌরসভাকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য তার নানা উদ্যোগ ও পরিকল্পনার কথা জানান। পৌর প্রশাসক বলেন, পৌর নাগরিকদের সার্বিক সুযোগ-সুবিধা, মানসম্পন্ন সেবা দেয়ার দিকে লক্ষ্য রেখেই এ বাজেট প্রণয়ন করা হয়েছে।
টিএইচ