শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২
The Daily Post

ডিমলায় তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

ডিমলায় তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার

নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই এলাকায় তিস্তা নদী থেকে সুমাইয়া আক্তার (৬) নামের এক শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সুমাইয়া আক্তার উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের ঝারসিংহেশ্বর গ্রামের আলমগীর হোসেনের কন্যা।

সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য বদিউজ্জামান বদি জানান, সুমাইয়ার পিতা আলমগীর হোসেন গত সোমবার সন্ধ্যায় বসতবাড়ির পাশে তিস্তা নদীতে মাছ ধরার জন্য গেলে তার পিতার সঙ্গে শিশু সুমাইয়া গিয়ে তিস্তা নদীতে পড়ে ডুবে নিখোঁজ হলে অনেক খোঁজাখুঁজির পরেও তাকে পাওয়া যায়নি।

নিখোঁজের ১ দিন পর মঙ্গলবার (৮ এপ্রিল) তার লাশ তিস্তা নদীর কিছুদূর ভাটিতে ডিমলা উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল ওই নিখোঁজ শিশুটির লাশ উদ্ধার করেছে। লাশ উদ্ধারের বিষয়টি  নিশ্চিত করেছেন ডিমলা উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার আতাউর রহমান।

টিএইচ