রবিবার, ২৭ জুলাই, ২০২৫
ঢাকা রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২
The Daily Post

দোহারের ৬ আ.লীগ নেতাকে কারাগারে প্রেরণ

দোহার (ঢাকা) প্রতিনিধি

দোহারের ৬ আ.লীগ নেতাকে কারাগারে প্রেরণ

ঢাকার দোহার উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় করা মামলায় ছয় আওয়ামী লীগ নেতাকে কারাগারে প্রেরণ করেছে আদালত।

গত বৃহস্পতিবার বিকেলে ছয়জন আদালতে হাজির হলে জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন ঢাকা জেলা ও দায়রা জজ আদালত।

আদালত সূত্রে জানায়, গত ২৮ মে উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের আগাম জামিন নেয় দোহার পৌর কাউন্সিলর আব্দুস সালাম (শুকুর), নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দোহার উপজেলা সাধারণ সম্পাদক আব্দুর রহমান (শান্ত), থানা আওয়ামী লীগের সদস্য মো. টিটু ভূইয়া, হূদয় শিকদার (মিনাল), সাজু সাজ্জাদ ও রাইপাড়া ইউপি সদস্য নাহিদুল হক। আগাম জামিনের মেয়াদ শেষ হওয়ার আগেই বৃহস্পতিবার নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে যান।

গত বৃহস্পতিবার বিকেলে ঢাকা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

গত বছরের ৪ আগস্ট দোহারের করম আলীর মোড়ে ছাত্রজনতার মিছিলে হামলা করলে ওই ঘটনায় শাহাজান মাঝি সালমান এফ রহমানকে প্রধান আসামি করে ১৭৪ জনের নামে দোহার থানায় একটি মামলা করেন।

টিএইচ