শেরপুরের নকলায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২৮ এপ্রিল) উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও দীপ জন মিত্র।
বক্তব্য দেন থানার ওসি হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল হক দুলাল, জামাতের আমির গোলাম সারোয়ার, সরকারি হাজী জালমামুদ কলেজ ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান দেওয়ান গোলাম মাসুম, চরঅষ্টধর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান দুলাল উদ্দিন প্রমুখ।
সভায় মাদক, পৌর শহরে যানজট, ট্রাফিক ব্যবস্থাসহ উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি, আইন-শৃঙ্খলা কমিটির সদস্য ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
টিএইচ