রবিবার, ২৭ জুলাই, ২০২৫
ঢাকা রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২
The Daily Post
১৫ দিনে ৪০ জনের করোনা শনাক্ত

নতুন করে আবারও করোনাভাইরাস রাজশাহীতে

রাজশাহী প্রতিনিধি

নতুন করে আবারও করোনাভাইরাস রাজশাহীতে

নতুন করে আবারও করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে রাজশাহীতে। জুন মাসের প্রথম ১৫ দিনে জেলায় ৪০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) সূত্রে জানা গেছে, এখন নিয়মিতভাবে আরটি-পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা হচ্ছে। তবে শুরুর তুলনায় আক্রান্তের হার কিছুটা কম। গত ১৫ দিনে ১৬৪টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার দাঁড়িয়েছে ২৬ শতাংশ।

রাজশাহী জেলা সিভিল সার্জন ডা. এসএমএম রাজিউল করিম বলেন, এই হার উদ্বেগজনক হলেও রাজশাহীকে এখনই হটস্পট বলা যাবে না। কারণ শনাক্তরা সবাই শুধু রামেক ল্যাবেই পরীক্ষিত।

তিনি জানান, সংক্রমণ শুরু হয়েছে ঈদের আগেই। কী পরিমাণ সংক্রমণ হচ্ছে তা নিরূপণে আরও অন্তত এক সপ্তাহ সময় লাগবে। তবে ইতিবাচক দিক হলো- এখন পর্যন্ত কেউ হাসপাতালে ভর্তি হয়নি।

এদিকে, আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে প্রস্তুতি। চালু রাখা হয়েছে ৩০ শয্যার আইসোলেশন ওয়ার্ড, গঠন করা হয়েছে চিকিৎসক-নার্সদের বিশেষ টিম।

রামেক অধ্যক্ষ অধ্যাপক খন্দকার মো. ফয়সল আলম বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। যেসব ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে, তা মারাত্মক ঝুঁকিপূর্ণ নয়। তবে ভারতের কিছু সাব-ভ্যারিয়েন্ট নিয়ে সতর্ক থাকতে হবে। সরকার হয়ত সীমান্ত এলাকায় বাড়তি নজর দেবে।

রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, সবারই উচিত স্বাস্থ্যবিধি মেনে চলা, মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা। তিনি জানান, করোনা রোগীদের জন্য আলাদা আইসোলেশন ওয়ার্ডে ৩০টি শয্যা প্রস্তুত রাখা হয়েছে এবং চিকিৎসাসেবায় নিয়োজিত রয়েছে আলাদা মেডিকেল টিম।

টিএইচ