মানিকগঞ্জের সিংগাইরে নবনির্মিত উপজেলা পরিষদের সমপ্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুমের উদ্বোধন করেছেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। মঙ্গলবার (১৫ এপ্রিল) ফিতা কেটে সিংগাইর উপজেলা চত্বরে নবনির্মিত ভবন ও হলরুমটি উদ্বোধন করা হয়।
এসময় জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা। মানিকগঞ্জ সদর সার্কেল এডিশনাল এসপি সালাউদ্দিন, সিংগাইর ইউএনও মো. কামরুল হাসান সোহাগ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আব্দুল্লাহ বিন শফিক, থানার ওসি তৌফিক আজমসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
টিএইচ