রবিবার, ২৭ জুলাই, ২০২৫
ঢাকা রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২
The Daily Post

নালিতাবাড়ীতে অর্ধকোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

নালিতাবাড়ীতে অর্ধকোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার সীমান্ত এলাকা থেকে চোরাই পথে আনা প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় শাড়িসহ একটি ট্রলি জব্দ করেছে রামচন্দ্রকুড়া বিজিবি।

গত সোমবার দিবাগত রাতে নালিতাবাড়ী উপজেলার মায়াঘাসি সীমান্ত থেকে এক গোপন সংবাদের ভিত্তিতে রামচন্দ্রকুড়া সীমান্ত ফাঁড়ির টহলরত বিজিবি জওয়ানরা এসব শাড়ি ও বহনকারী ট্রলি জব্দ করে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় চোরাকারবারি চক্রের কাউকে আটক করা সম্ভব হয়নি।

মঙ্গলবার (২৪ জুন) প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, এক গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাতে রামচন্দ্রকুড়া ইউনিয়নের ভারতঘেঁষা মায়াঘাসি এলাকায় অভিযান চালায় বিজিবি। এসময় চোরাকারবারি দলের সদস্যরা দৌড়ে পালিয়ে যায়।

তবে ভারত থেকে চোরাই পথে আনা ৯৮৮ পিস শাড়ি ও শ্যালোইঞ্জিন চালিত ১টি ট্রলি ফেলে যাওয়ায় এসব জব্দ করে বিজিবি। শাড়ি ও ট্রলির জব্দকৃত মূল্য ৬৬ লাখ ৭২ হাজার টাকা বলে জানিয়েছেন বিজিবি ময়মনসিংহ-৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান পিপিএম।

টিএইচ