বাংলাদেশ দলিল লেখক সমিতি নীলফামারী জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ দলিল লেখক সমিতির জেলা শাখার আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সদর উপজেলার দলিল লেখক সমিতির সভাপতি মো. শফিকুল ইসলাম সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. গোলাম রব্বানী সরকারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, বাংলাদেশ দলিল লেখক সমিতির মহাসচিব আলহাজ এম এ রশিদ। প্রধান বক্তার বক্তব্য দেন, বাংলাদেশ দলিল লেখক সমিতির সিনিয়র যুগ্ম মহাসচিব কে এস টমাস।
বিশেষ অতিথির বক্তব্য দেন, ফরিদপুর বিভাগের আলহাজ নুরুল হক মিয়া, জেলা জামায়াতের নায়েবে আমির ড. খায়রুল আনাম, রংপুর বিভাগের মো. মোস্তাফিজার রহমান মল্লিক, রাজশাহী বিভাগের এস এম আয়নাল হক, ঢাকা বিভাগের মো. ফিরোজ আলম।
প্রধান অতিথির বক্তব্যে মহাসচিব আলহাজ এম এ রশিদ বলেন, বিগত সরকারের আমলে আমাদের সাত দফা বাস্তবায়ন হয়নি তাই অন্তর্বর্তী সরকার যেন আমাদের এই সাত দফা বাস্তবায়ন করেন। তিনি আরও বলেন, যদি এই সাত দফা বাস্তব না হয়, তাহলে আগামীতে আরও কঠোর আন্দোলন করতে বাধ্য হব। কারণ এটি আমাদের যৌক্তিক দাবি।
সম্মেলন নীলফামারী সদর, সৈয়দপুর, কিশোরগঞ্জ, জলঢাকা, মীরগঞ্জ, ডোমার, ডিমলা, চিলাহাটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ দলিল লেখক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
টিএইচ