শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরে নীলফামারীতে অনুষ্ঠিত হলো দিনব্যাপী সেমিনার।
শনিবার (২১ জুন) জেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত ‘শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া ও তারেক জিয়া’ শীর্ষক সেমিনারে জেলার বিভিন্ন স্তরের তৃণমূল নেতারা অংশ নেন।
আলোচনায় শহীদ জিয়ার রাষ্ট্রীয় পুনর্গঠন ও আত্মনির্ভরশীল অর্থনীতির দর্শন, বেগম খালেদা জিয়ার স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্ব এবং তারেক রহমান ঘোষিত ৩১ দফার গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা বলেন, বর্তমান প্রেক্ষাপটে শহীদ জিয়ার ১৯ দফা ও তারেক রহমানের ৩১ দফার কর্মসূচি বাস্তবায়নের মধ্যেই রয়েছে গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশকে স্থিতিশীল পথে এগিয়ে নেয়ার রূপরেখা।
সেমিনারে দুর্নীতিমুক্ত প্রশাসন, স্থানীয় সরকারকে শক্তিশালীকরণ, যুগোপযোগী শিক্ষা সংস্কার ও অর্থনৈতিক রূপরেখা বিষয়ে বিস্তর আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. কাজী আখতারুজ্জামান জুয়েল।
প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সহ-সভাপতি মোস্তফা হক প্রধান বাচ্চু বলেন, দলের আদর্শ ও কর্মসূচিকে আরও স্পষ্টভাবে বুঝতে তৃণমূল পর্যায়ে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মোজাম্মেল হক, মীর সেলিম ফারুক, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান কোকো, ইউনিয়ন পর্যায়ের নেতারা।
টিএইচ