মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২
The Daily Post

নেত্রকোণায় পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

নেত্রকোণা প্রতিনিধি  

নেত্রকোণায় পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

নাচ-গান আর কবিতায় শিক্ষক অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের মুগ্ধ করে পুরষ্কার অর্জন করেছে কোমলমতি শিক্ষার্থীরা। শনিবার (৯ মার্চ) নেত্রকোণা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের বার্ষিক পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

এতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরিবেশন করেন, নাচ-গান, কবিতা আবৃত্তি আর একক, দলীয় অভিনয় ও নৃত্য। পরে তাদেরকে পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান ও বিশেষ অতিথিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নেত্রকোণা- ২ (সদর ও বারহাট্টা) আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান।

বিশেষ অতিথি ছিলেন, নেত্রকোণা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক অ্যাড. শামছুর রহমান ভিপি লিটন, নেত্রকোণা পৌরমেয়র বীরমুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খান, বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য আল মাসুম তালুকদার ও সুবোধ চন্দ্র সরকার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি দেওয়ান রনি এবং পরিচালনায় ছিলেন, বিদ্যালয়ের অধ্যক্ষ মো. লুৎফুর রহমান ফকির।

টিএইচ