বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২
The Daily Post

নোয়াখালী মা-কন্যার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি   

নোয়াখালী মা-কন্যার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নোয়াখালীর সদর উপজেলায় মা রাবেয়া বসরী রাহী (২৭) ও কন্যা মাইশা আক্তারের (৪) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে কাদির হনিফ ইউনিয়নে দরবেশপুর গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের রুবেল মিয়ার স্ত্রী।

এলাকাবাসী ও পুলিশের ধারণা, স্বামী রুবেলকে জুয়া খেলা থেকে ফেরাতে না পেরে এবং পরিবারের অভাব-অনটনে অভিমান করে মেয়েকে নিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন গৃহবধূ রাবেয়া বসরী রাহী। বাড়ির লোকজন জানায়, প্রায় ৫ বছর আগে পারিবারিকভাবে রাহীকে দ্বিতীয় বিয়ে করেন রুবেল। গত তিনদিন আগে রাহী তার বোনকে জানান, নিজের মেয়েকে নিয়ে আত্মহত্যা করবেন।

রাহীর অভিযোগ ছিল- তার স্বামী রুবেল প্রতিদিন জুয়া খেলে টাকা নষ্ট করে। তার অন্য দুই ভাই নতুন ঘর করলেও রুবেল ঘর করতে পারেনি। সংসারের দিকে তেমন খেয়াল রাখে না।

স্থানীয়রা জানায়, গত বৃহস্পতিবার বাড়ির অন্য সদস্যরা দাওয়াত খেতে যাওয়ার সুযোগে বিকালের কোনো এক সময় মেয়েকে নিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন রাহী। পরে রুবেল বাড়ি ফিরলে তাদের শয়ন কক্ষের আঁড়ার সঙ্গে দুই রশিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

সুধারাম থানার ওসি কামরুল ইসলাম বলেন, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

টিএইচ