মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২
The Daily Post

নড়াইলে প্রবেশনারদের মধ্যে পুনর্বাসন সামগ্রী বিতরণ

নড়াইল প্রতিনিধি

নড়াইলে প্রবেশনারদের মধ্যে পুনর্বাসন সামগ্রী বিতরণ

বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকা ব্যক্তি তাদের অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতি নড়াইলের মাধ্যমে কারামুক্ত কয়েদী ও মুক্তিপ্রাপ্ত প্রবেশনারদের মধ্যে পুনর্বাসন সামগ্রী বিতরণ করা হয়েছে। 

বুধবার (১৭ জানুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. আশফাকুল হক চৌধুরীর সভাপতিত্বে জেলা প্রশাসন ও প্রবেশন অফিসারের আয়োজনে পুনর্বাসন সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শহর সমাজসেবা অফিসার মো. সুজা উদ্দীন। ৯ জন প্রবেশনারকে এ সামগ্রী দেয়া হয়েছে। 

তাদের মধ্যে দুজনকে পা চালিত ভ্যান পাঁচজন নারীকে সেলাই মেশিন ও বাকী দুইজনের প্রত্যেককে পঞ্চাশ কেজি পিঁয়াজ, পঞ্চাশ কেজি রসুনসহ অন্য কাঁচামাল বিতরণ করা হয়েছে। 

এসময় উপস্থিত ছিলেন, ব্যারিস্টার আমাতুল মোর্শেদা সিনিযর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নড়াইল, সমাজসেবার উপ পরিচালক রতন কুমার হালদার ও বাপ্পী কুমার সাহা প্রবেশনাল অফিসার নড়াইল প্রমুখ।

টিএইচ