সোমবার, ১৯ মে, ২০২৫
ঢাকা সোমবার, ১৯ মে, ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২
The Daily Post

পঞ্চগড়ে ভারত থেকে অনুপ্রবেশকালে ১১ জন আটক

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি

পঞ্চগড়ে ভারত থেকে অনুপ্রবেশকালে ১১ জন আটক

পঞ্চগড়ের বোদা উপজেলার ৫৬ বিজিবি কর্তৃক সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ১১ জনকে আটক করেছে বিজিবি। শনিবার (১৭ মে) উপজেলার বড়শশী ও কালিয়াগঞ্জ ইউনিয়নের বিওপির দায়িত্বপূর্ণ এলাকা থেকে ১ শিশু, ৮ মহিলা ও ২ পুরুষকে আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, ৫৬ বিজিবি নীলফামারী ব্যাটালিয়নের অধিনস্থ বড়শশী বিওপির ৭৭৪/১৫ নং পিলারের প্রধানপাড়া এলাকায় টহলরত টিম সীমান্তে বাংলাদেশের ২০ গজ অভ্যন্তরে তাদের সন্দেহজনক গতিবিধি দেখে আটক করে।

আটকরা হলেন, সাতক্ষীরা জেলার বাগবাটি গ্রামের মীর ফিরোজ আলীর স্ত্রী তাসলিমা বেগম, চিতলা গ্রামের আ. রাজ্জাকের স্ত্রী মর্জিনা বেগম, নড়াইল জেলার সওগ্রামের মাসুম শেখের স্ত্রী নীলুফা, যশোর জেলার রাজাপুর গ্রামের কাশেম আলী বিশ্বারের স্ত্রী সাজিদা বেগম, নোয়াখালী জেলার ডোমনাকান্তি গ্রামের আবু তাহেরের পুত্র ওমর ফারুক, নারায়নগঞ্জ জেলার মদনপুর গ্রামের সবুজ মিয়ার স্ত্রী মীম আক্তার, চৌরাপাড়া গ্রামের মৃত জহুরুলের স্ত্রী শাহনাজ, নয়সিংদি জেলার বালাপুরেরচর গ্রামের স্বপন মিয়ার স্ত্রী তানিয়া বেগম, খুলনা জেলার বাউনাডাঙ্গা গ্রামের মৃত নুর ইসলামের স্ত্রী আলেয়া বেগম, মুন্সিগঞ্জ জেলার হাট ডুগদিয়া গ্রামের আ. খালেকের পুত্র জাহিদুল ইসলাম ও ফারুখ শেখের পুত্র ফাইজান শেখ।

এই বিষয়ে ৫৬ বিজিপির ডানাকাটা ক্যাম্প কমান্ডার দিলিপ কুমার জানান, আটক ব্যক্তিদের অবৈধ অনুপ্রবেশের দায়ে সীমান্ত থেকে আটক করে বোদা থানায় সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে বোদা থানার ওসি আজিম উদ্দীন বলেন, বিজিবি ১১ জনকে আটক করে বোদা থানায় সোপর্দ করেছে। মামলা হলে তাদের আদালতে প্রেরণ করা হবে। বিজিবি মামলার তদন্ত করবে।

টিএইচ