শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২
The Daily Post

পটুয়াখালীতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে রোগী ভোগান্তি চরমে

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে রোগী ভোগান্তি চরমে

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনার তদন্ত সম্পন্ন হওয়ার আগেই মিথ্যা অভিযোগে কার্ডিওলজি বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. এ এম এস শামিম আল আজাদের সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং হাসপাতাল ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে অনির্দিষ্টসময়ের জন্য বহির্বিভাগের সেবা বন্ধ ও কর্মবিরতি রেখে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছে ইন্টার্ন চিকিৎসকরা।

এ কর্মসূচি বাস্তবায়নে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে হাসপাতালের বহির্বিভাগের গেট তালাবদ্ধ করে দিয়ে সামনে অবস্থান নিয়ে মানববন্ধন করেন তারা। এ কর্মসূচিতে সংহতি প্রকাশ করে অংশগ্রহণ করে মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা। এতে ভোগান্তিতে পরেন হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজন।

ইন্টার্ন চিকিৎসকরা জানান, বিভিন্ন সময়ে রোগী মৃত্যুর ঘটনায় তাদের নিরাপত্তা বিঘ্নিত হয়। তাই নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে হাসপাতাল ক্যাম্পাসে পুলিশ চৌকি স্থাপন অথবা আনসার মোতায়েনের দাবির পাশাপাশি গত ১৪ এপ্রিল হাসপাতালে পবিপ্রবি শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি রিপোর্ট প্রদানের আগেই মিথ্যা অভিযোগে স্বাস্থ্য বিভাগ কর্তৃক কার্ডিওলজি বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. এ এম এস শামিম আল আজাদের সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং সুষ্ঠু তদন্তে সঠিক ঘটনা উদঘাটনের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তির দাবি জানান তারা।

তাদের এসব দাবি না মানা পর্যন্ত এ আন্দোলন চলমান থাকবে। এ সময়ে বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেন তারা। তবে হাসপাতালের জরুরি সব সেবা চালু থাকবে।

টিএইচ