নরসিংদীর পলাশ উপজেলায় কৃষকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ মে) উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদের নতুন কনফারেন্স রুমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রোগ্রামের আওতায় এ কংগ্রেসের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইউএনও আবু বক্কর সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নরসিংদী কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল হাই।
বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত উপপরিচালক মো. সালাউদ্দিন টিপু। কৃষক-কৃষাণী ও আমন্ত্রিত অতিথিদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার। আরও বক্তব্য রাখেন, পলাশ থানার ওসি প্রতিনিধি এসআই রাকিবুল ইসলাম, উপজেলা কৃষি সমপ্রসারণ কর্মকর্তা সালেহউদ্দিন, উপজেলা বিয়াম ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক মোস্তফা কামাল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা কৃষি সমপ্রসারণ কর্মকর্তা শারমিন আক্তার।
অনুষ্ঠানে জানানো হয়, পরিবেশবান্ধব ও নিরাপদ ফসল উৎপাদনের লক্ষ্যে ইতোমধ্যে উপজেলায় ১৮টি ‘কৃষক পার্টনার স্কুল’ গঠন করা হয়েছে। প্রতিটি স্কুলে ২৫ জন করে কৃষক সদস্য রয়েছেন। এসব স্কুলে কৃষকদের উত্তম কৃষি চর্চা, মানসম্মত ফল ও সবজি উৎপাদন, উচ্চ ফলনশীল ধান চাষ এবং কৃষি উদ্যোক্তা তৈরির বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
টিএইচ