রবিবার, ২৭ জুলাই, ২০২৫
ঢাকা রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২
The Daily Post

পোরশায় পারিবারিক কলহে দম্পতির আত্মহত্যা

পোরশা (নওগাঁ) প্রতিনিধি

পোরশায় পারিবারিক কলহে দম্পতির আত্মহত্যা

পারিবারিক কলহে এক দম্পতি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (২৩ জুলাই) ঘটনাটি জানাজানি হলে পোরশা থানায় খবর দেয়া হয়।

ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ  লাশ উদ্ধার করেন। তাদের আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি। কিন্তু দীর্ঘদিনের পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীকে ঘরের দরজা লাগিয়ে শ্বাসরোধ করে হত্যা করার পরে নিজেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন বলে এলাকাবাসীর ধারণা।

আদের তিন মেয়ে সন্তানও রয়েছে তাদের। নিহতদের নাম স্বামী  মো. হাই বাবু ও তার স্ত্রীর মোমেনা বেগম। তারা  ১নং নিতপুর ইউনিয়নের শীতলী ডাঙ্গাপাড়া (ফকির পাড়া) গ্রামের অধিবাসী। গত মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে বলে এলাকাবাসী সূত্রে জানা যায়।

পোরশা থানার ওসি মিন্টু সরকারের কাছে জানতে চাইলে তিনি এর সত্যতা স্বীকার করেন। তিনি আরও জানান, ময়নাতদন্ত শেষে আরও তথ্য জানা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।