মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২
The Daily Post

ফরিদপুরে ডিমের দামে কারসাজি করায় জরিমানা 

ফরিদপুর প্রতিনিধি 

ফরিদপুরে ডিমের দামে কারসাজি করায় জরিমানা 

ফরিদপুরে ডিমের দামে কারসাজি করার অভিযোগে অ্যাডভান্সড পোল্ট্রি এন্ড ফিস ফিড লিমিটেডকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

শনিবার (১২ আগস্ট) সদর উপজেলার বাইপাস সড়ক এলাকায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করেন। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ বলেন, ডিমের অস্বাভাবিক দাম নিয়ন্ত্রণে ডিমের আরত ও ডিপোতে অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে ডিমের দামে কারসাজি করা, ডিমের বিক্রয় রশিদে মূল্য না থাকা, মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ ও প্রদর্শন না করার অপরাধে ফরিদপুর সদর উপজেলার বাইপাস সড়কে অ্যাডভান্সড পোল্ট্রি এন্ড ফিস ফিড লিমিটেডকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও হ্যালিপোর্ট বাজারে ডিম, পেঁয়াজসহ নিত্যপণ্যের বাজার দর তদারকি করা হয়েছে। 

এসময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. বজলুর রশিদ খান, নিরাপদ খাদ্য পরিদর্শক, সিভিল সার্জন অফিস এবং জেলা পুলিশের ১টি টিম উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করেন। জেলা প্রশাসনের সহযোগিতায় জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

টিএইচ