রবিবার, ২৭ জুলাই, ২০২৫
ঢাকা রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২
The Daily Post

ফুলবাড়ীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

ফুলবাড়ীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে দুর্নীতিবিরোধ বিতর্ক প্রতিযোগিতা-ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সমন্বিত জেলা কার্যালয় দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বৃহস্পতিবার (১৯ জুন) ফুলবাড়ী উচ্চ বালিকা বিদ্যালয়ের (পাইলট) হলরুমে 
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ফুলবাড়ী থানার আব্দুস ছালাম, উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহ. মাহতাব হোসেন, ফুলবাড়ী উচ্চ বালিকা বিদ্যালয়ের (পাইলট) প্রধান শিক্ষক রাহিবুল ইসলামসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

প্রতিযোগিতায় ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় (পাইলট) বিপক্ষ দলকে হারিয়ে পক্ষ দল হিসেবে ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয় দল জয়লাভ করেন। বিচারক হিসেবে ছিলেন, প্রাথমিক শিক্ষা অফিসার আকবর কবির, উপজেলা আইসিটি অফিসার আজমল আফসার ও একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম। প্রতিযোগিতা শেষে মেডেল সার্টিফিকেট ও ক্রেস্ট  প্রদান করা হয়।

টিএইচ