নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুরে রেলওয়ে স্টেশনে ট্রেনের বগিতে ত্রুটি থাকায় ১টি বগি রেখেই রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে গেছে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি। এই ট্রেনটি চিলাহাটি থেকে আব্দুলপুর হয়ে রাজশাহী রুটে চলাচল করে।
শুক্রবার (২ মে) আব্দুলপুর রেলওয়ে স্টেশনে এই ঘটনা ঘটে। আব্দুলপুর রেলওয়ে স্টেশনের মাস্টার মো. মোস্তাফিজুর রহমান নয়ন জানান, চিলাহাটি থেকে আব্দুলপুর হয়ে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের একটি বগির ইস্পিং ভেঙে চাকা দেবে যাওয়ায় বগিটি লাইনের সঙ্গে বাঁধছিলো।
আব্দুলপুর স্টেশনে ট্রেনটি দাঁড়ালে ট্রেনের চালক বিষয়টি বুঝতে পারে। পরে ট্রেনের ত্রুটিপূর্ণ ওই বগিটি স্টেশনে রেখে, বগির যাত্রীদের অন্যবগিতে স্থানান্তর করে ট্রেনটি আধা ঘণ্টা পর আবারও যাত্রা শুরু করে।
এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, সেই সঙ্গে স্টেশনে ৫টি লাইন থাকায় কোনো ট্রেন চলাচলেও বিঘ্ন ঘটেনি। ঈশ্বরদী থেকে উদ্ধার কর্মীরা এসে ত্রুটি পূর্ণ বগিটি নিয়ে যাবে বলেও জানান এই স্টেশন মাস্টার।
টিএইচ