মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২
The Daily Post

বদলগাছীতে ভেটেরিনারি মেডিক্যাল জরুরি বিভাগ স্থাপন

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

বদলগাছীতে ভেটেরিনারি মেডিক্যাল জরুরি বিভাগ স্থাপন

দেশে এবারই প্রথম জরুরি সেবা সহজীকরণের জন্য বদলগাছী  উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে ২৪ ঘণ্টা সেবা প্রাপ্তির লক্ষ্যে আলট্রাসনোগ্রাম চেম্বারসহ ভেটেরিনারি মেডিক্যাল জরুরি বিভাগ স্বউদ্যোগে স্থাপন করলেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. নাজমুল হক। 

গত মঙ্গলবার বদলগাছী প্রাণী সম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে  গিয়ে প্রাণী সম্পদ অফিসার ডা. নাজমুল হকের সঙ্গে আলাপকালে তার এই উদ্যোগের কারণ সম্পর্কে জানতে চাইলে, তিনি বলেন দেশের প্রাণী সম্পদ জাতীয় অর্থনীতিতে এক উল্লেখযোগ্য ভুমিকা রাখে এবং বহু মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে। 

দেশের লক্ষ-লক্ষ প্রাণী সম্পদের সুস্বাস্থ্য নিশ্চিত করার মাধ্যমে দেশে প্রাণী সম্পদ বৃদ্ধি করে, গরু, খাসি , বকরী, মহিষ, হাঁস-মুরগী, কবুতরসহ অন্য প্রাণী সম্পদের ডিম, মাংশ ও দুধের দেশীয় চাহিদা মিটিয়ে গরুর মাংশ ও দুধ জাতীয় খাদ্যদব্য বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা এবং প্রতিটি জেলায় বিদেশে রপ্তানিযোগ্য গরুর মাংশসহ অন্য মাংশ প্রক্রিয়াজাতকরণ ও গুরা দুধ তৈরির শিল্পকলকারখানা গড়ে তোলার মাধ্যমে অনেকাংশে বেকারত্বের অবসান ঘটানো সম্ভব হবে। জন্যই তার এই উদ্যোগ।

 দেশের হাসপাতালগুলোতে মানুষের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য জরুরি বিভাগ রয়েছে, তাহলে প্রাণী সম্পদ হাসপাতালগুলোতে ভেটেরিনারি মেডিক্যাল জরুরি বিভাগ কেন নয়, এমন প্রশ্নতারিত হয়ে স্বউদ্যোগে বদলগাছী প্রাণী সম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে জরুরি সেবা সহজীকরণ নিশ্চিত করার জন্য ভেটেরিনারি মেডিক্যাল জরুরি বিভাগ ৪/৫ মাস পুর্বে স্থাপন করেছেন বলে জানান। 

তার এই উদ্যোগ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট ও উপজেলার জনগণের নিকট ইতিমধ্যেই সমাদৃত হয়েছে বলে জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, সরকার তার এই উদ্যোগকে অনুমোদন দিয়ে দেশের প্রতিটি প্রাণী সম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে তা স্থাপন করা এবং বরাদ্দ ও লোকবল নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করবেন ও তা বাস্তবায়ন করে প্রাণী সম্পদের সুস্বাস্থ্য নিশ্চিত করবেন। যাতে করে প্রধানমন্ত্রীর ভিশন ৪১ বাস্তবায়নে প্রাণী সম্পদ জাতীয় অর্থনীতিতে উল্লেখযোগ্য ও গুরুত্বপুর্ণ অবদান রাখতে পারে।

টিএইচ