রবিবার, ২৭ জুলাই, ২০২৫
ঢাকা রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২
The Daily Post

বরিশালের স্যানিটেশন উন্নয়নের লক্ষ্যে ব্যাংক প্রতিনিধিদের সঙ্গে সভা

বরিশাল ব্যুরো

বরিশালের স্যানিটেশন উন্নয়নের লক্ষ্যে ব্যাংক প্রতিনিধিদের সঙ্গে সভা

বরিশাল সিটি কর্পোরেশনের আওতাধীন প্রতিটি ওয়ার্ডের নিরাপদ পানি ও স্যানিটেশন সেবা নিশ্চিত করতে ব্যবস্থাপনার সার্বিক অবস্থা পরিদর্শন শেষে স্যানিটেশন উন্নয়নের জন্য বরিশালের সরকারি-বেসকারি বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন ‘ফ্যানসা নেটওয়ার্ক’ এর পক্ষে আভাস।

শুক্রবার (২৫ জুলাই) বরিশাল নগরীর আমিরকুটি এলাকায় আভাস ট্রেনিং সেন্টারে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় বরিশাল সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকার স্যানিটেশন অবস্থা পরিদর্শন করে একটি বিস্তারিত পর্যবেক্ষণ প্রতিবেদন উপস্থাপন করা হয় অতিথিদের মধ্যে। পাশাপাশি স্যানিটেশন অবস্থা যেখানে সেখানে খারাপ রয়েছে তাদের ব্যাংক থেকে লোন দিয়ে কিভাবে স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন করা যায় সে বিষয় নিয়েও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আভাসের নিবার্হী পরিচালক রহিমা সুলতানা কাজলের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, শাহজালাল ইসলামী ব্যাংক বরিশাল শাখার সহকারী নির্বাহী ব্যবস্থাপক মো. আব্দুল্লাহ আল মাসুদ, আগ্রণী বাংক বরিশাল বটতলা শাখার এজিএম ও শাখা প্রধান শাহে আলম, জনতা ক্রেডিট ইউনিয়ন ব্যাংকের ব্যবস্থাপক মো. খন্দকার নজরুল ইসলাম, চন্দ্রদ্বীপের নির্বাহী পরিচালক জাহানারা বেগম স্বর্ণা, সেইন্ট বাংলাদেশের ম্যানেজার মিয়া মজিবর রহমান প্রমুখ।

এছাড়াও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, ফানসা বিডি নেটওয়ার্কের সদস্য, যুব সংগঠক, সাংবাদিক, নারী নেত্রী, শিক্ষকসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভা সঞ্চালনা করেন আভাসের প্রজেক্ট কো-অর্ডিনেটর প্রদীপ দাস ও প্রজেক্ট অফিসার কান্তা দে।

টিএইচ