কেন্দ্রীয় বরিশাল বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি অ্যাড. বিলকিস জাহান শিরিনের বিরুদ্ধে মিথ্যা উদ্দেশ্যমূলক বক্তব্য দেয়ার প্রতিবাদে বিএনপি থেকে বহিষ্কৃত বিসিসি সতন্ত্র মেয়র প্রার্থী কামরুল হাসান রুপমকে বরিশালের মাটিতে অবাঞ্চিত করাসহ তার কুশপুত্তলিকা ব্যানারে অগ্নিসংযোগ করে জেলা ও মহানগর যুবদল ও ছাত্রদলের সদস্যরা।
বুধবার (১৪ জুন) সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সভা শেষে কুশপুত্তলিকা দাহ করেন।
বরিশাল দক্ষিণ জেলা ছাত্রদল সহ-সভাপতি সবুজ আকনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বরিশাল দক্ষিণ জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য মুসফিকুল হাসান মামুন, বিএনপি নেতা ফিরোজ, কিরন, যুবদল নেতা সাকলাইন, জেলা দক্ষিণ ছাত্রদল সহ-সভাপতি লিয়ন, নজরুল, যোবায়ের, আরিফ সিকদার, হাবিব সিকদার প্রমুখ।
এসময় বক্তরা কামরুল হাসান রুপমকে বিএনপির জাতীয় বেঈমানী করা মীর জাফর আক্ষায়িত করে বরিশালের মাটিতে অবাঞ্চিত ঘোষণা করে।
টিএইচ