মঙ্গলবার, ০৮ জুলাই, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই, ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
The Daily Post

বরিশালে ভিটামিন ‘এ’ প্লাস ক্যম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে সভা

বরিশাল ব্যুরো  

বরিশালে ভিটামিন ‘এ’ প্লাস ক্যম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে সভা

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যম্পেইন উপলক্ষে সোমবার (১১ ডিসেম্বর) বরিশাল সিটি কর্পোরেশনের আয়োজনে সভাকক্ষে সাংবাদিকদের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মতিউর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিসিসির স্বাস্থ্য কর্মকর্তা ডা. খন্দকার মনজুরুল ইসলাম (শুভ্র), মেডিকেল অফিসার ডা. সজল পান্ডে, জনসংযোগ কর্মকর্তা আহসান আল রোমেল। 

১২ ডিসেম্বর দেশেব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদযাপিত হবে। আজ সকাল ১০ টায় বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ নগরীর আলেকান্দায় এলাকায় কিশোর মজলিস ক্লাবে উদ্বোধন করবেন। ২২০ টি কেন্দ্রের মাধ্যমে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। 

তাছাড়া ভ্রাম্যমাণ জনগোষ্ঠির জন্য বাসস্টান্ড, লঞ্চঘাট এবং ফেরিঘাটসহ বিভিন্ন পয়েন্টে কেন্দ্র থাকবে। এছাড়াও বরিশাল সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ, আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসে ডেলিভারি প্রকল্প, বেসরকারি প্রতিষ্ঠান এফপিএবি, সূর্যের হাসি ক্লিনিক, ব্র্যাক, চন্দ্র দ্বীপ, উদয়ন পাঠাগার, সিডিসি, গার্লস গাইড, ওআরডিপি, সদর হাসপাতাল, শের-ই-বাংল মেডিকেল কলেজ হাসপাতাল, ওডিপি, মেরি স্টোপস ক্লিনিক, সেন্ট অ্যানেস মেডিকেল সেন্টারসহ মোট ১৬ টি প্রতিষ্ঠানের ৫০০ জন কর্মী ওই কার্যক্রমে অংশগ্রহণ করবেন। প্রতিটি কেন্দ্র সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত খোলা থাকবে। 

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় ৬ মাস থেকে ১১ মাস বয়সের ৯ হাজার শিশু এবং ১২ মাস থেকে থেকে ৫৯ মাস বয়সের ৬০ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই ক্যাম্পেইনে বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় বাড়ি-বাড়ি পরিদর্শনের মাধ্যমে ভিটামিন ‘এ’ এ ক্যাপসুল খাওয়ানো হবে না। 

টিএইচ