মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২
The Daily Post

বাগাতিপাড়ায় রোগের যন্ত্রণায় আত্মহত্যা

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

বাগাতিপাড়ায় রোগের যন্ত্রণায় আত্মহত্যা

নাটোরের বাগাতিপাড়ায় পায়ে পচন রোগের যন্ত্রণা সইতে না পেরে চাদর দিয়ে গালায় ফাঁস লাগিয়ে নওশের আলী (৫৮) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছে। রোববার (১১ মে) সকাল ১০টার দিকে উপজেলার পাকা ইউনিয়নের বড় চিথলিয়া গ্রামে এই আত্মহত্যা ঘটনা ঘটে।

মৃত নওশের আলী জেলার লালপুর উপজেলার বোয়ালীপাড়া গ্রামের মৃত আরোজ মণ্ডলের ছেলে ও পেশায় একজন নির্মাণ মিস্ত্রি ছিলেন। তিনি বাগাতিপাড়ার বড় চিথলিয়া গ্রামে তার ছোট বোন মোছা. পিঞ্জিরা বেগমের কাছে থেকে চিকিৎসা করাচ্ছিলেন বলে জানা গেছে।

পিঞ্জিরা বেগম বলেন, তার ভাই নওশের আলী দির্ঘদিন ধরে ঢাকার সাভারে নির্মাণ শ্রমিকের (রাজমিস্ত্রি) কাজ করতেন। প্রায় আট মাস আগে কাজ করার সময় তার বাঁ পায়ের তালুতে একটি লোহার পেরেক ঢুকে যায়। এর পর থেকে আস্তে আস্তে তার পায়ে পচনের সৃষ্টি হয়। তখন সে তার বাড়িতে চলে আসেন।

পিঞ্জিরা বলেন, তার ভাইয়ের দুটি স্ত্রী থাকলেও ছোট স্ত্রীকে নিয়ে সাভারে থাকতেন। তার দুটি পরিবারে দুই মেয়ে ও এক ছেলে থাকলেও তারা কেউই তাদের বাবার খবর রাখেনি। তার ভাইয়ের শরীরে দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, হার্টে রোগ ছিল তার ওপর পায়ের পচন। তাকে কেউ না দেখলেওে তিনি ভাইয়ের চিকিৎসা করিয়েছেন তার সাধ্যমতো। শবশেষ সপ্তাহখানেক আগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নওশেরকে ফেরত দিয়ে দেয়।

পিঞ্জিরা কান্না করতে করতে বলেন, রোববার (১১ মে) তার ভাই তারক কাছে কমলা ফল খেতে চেয়েছিল। তখন তিনি বাড়ির সব কাজ ফেলে বাজারে যান ভাইয়ের জন্য কমলা কিনতে। পরে ১০টার দিকে বাড়ি ফিরে দেখেন তার ভাই ঘরের আয়াড়ের সঙ্গে গলায় চাদর দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। পরে চিৎকারে এলাকার লোকজন এসে তার ঝুলন্ত মরেদেহটি নিচে নামায়। খবর পেয়ে বাগাতিপাড়া থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেন।

বাগাতিপাড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম রিয়াজুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আত্মহত্যার খবরে রোববার (১১ মে) ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরাতহাল প্রতিবেদন তৈরি করা হয়। পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

টিএইচ