বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাড. এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, অতীতে নাটোরের মানুষ তথা সারা বাংলাদেশের মানুষ কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা পাইনি।
আপনারা জানেন আমাদের নেতা তারেক রহমান ২০২২ সালে ৩১ দফা দিয়েছেন। এই ৩১ দফার মধ্য ২৬ নাম্বার এজেন্ডায় উনি বাংলাদেশের স্বাস্থ্যসেবা উল্লেখ্য করেছেন। বিএনপি ক্ষমতায় গেলে এদেশের গরিব মানুষের চিকিৎসাসেবার ব্যবস্থা আমরা করবো।
যে বিএনপির ধানের শীষ নিয়ে নির্বাচন করবে সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ ধানের শীষকে জয়লাভ করাবেন ইনশাল্লাহ। বিএনপি আগামী দিনে এদেশের গরিব দুঃখীদের স্বাস্থ্য এবং চিকিৎসাসেবা নিশ্চিত করবে।
শুক্রবার (২ মে) নাটোর সদর উপজেলার হয়বতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে গামা স্মৃতি সংস্থার প্রযোজনা ও ডা. নাসির উদ্দিন তালুকদারের স্মরণে বিনামূল্য স্বাস্থ্যসেবা প্রদানের উদ্বোধনকালে একথা বলেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাটোর জজ আদালতের পিপি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. রুহুল আমিন তালুকদার টগর, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, গামা স্মৃতি সংঘের সদস্য রাফিউল ইসলাম, হয়বত পুর উচ্চ বিদ্যালয় ও কলেজ কমিটির সভাপতি মাইনুল ইসলাম সহ গামা স্মৃতি সংঘের সদস্যরা।
টিএইচ