বুধবার, ০২ জুলাই, ২০২৫
ঢাকা বুধবার, ০২ জুলাই, ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২
The Daily Post

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিবচরে ইজিবাইক চালক নিহত

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিবচরে ইজিবাইক চালক নিহত

মাদারীপুরের শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে আবু সালাম আকন নামে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০১ জুলাই) শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাঁচামারা বাদশাকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত  আবু সালাম আকন একই এলাকার মৃত আ. জব্বার আকন এবং জোবেদা খাতুনের ছেলে।

পরিবার ও এলাকাবাসী জানায়, ভোরে নিজ বাড়িতে আবু সালাম আকন তার ইজিবাইকে চার্জ দিতে বিদ্যুৎ সংযোগ দেয়। হঠাৎ বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে যায়।  পরিবার ও স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিবচর থানার ওসি মো. রতন শেখ বলেন, কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

টিএইচ