দিনাজপুরের বিরামপুর সীমান্তে ১৫ জন নারী পুরুষ ও শিশুকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার (১৩ জুন) ভোরে বাংলা ভাষাভাষী এই ১৫ জন নারী-পুরুষ শিশুকে পুশইন করে বিএসএফ।
বিরামপুর বিজিবি অচিন্তপুর বিওপির টহল দল পুশইন করা নারী-পুরুষ শিশুদের আটক করে। আটকদের মধ্যে ৩জন পুরুষ ৩ জন নারী ও ৯ জন শিশু রয়েছে।
ভারতের বিভিন্ন জায়গা থেকে তাদের আটক করে সীমান্তে এনে পুশইন করা হচ্ছে বলে বিজেপি জানায়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন অচিন্তপুর বিওপির কমান্ডার রফিকুল ইসলাম।
টিএইচ