পঞ্চগড়ের বোদায় বাংলাদেশ সেনাবাহিনী ও প্রশাসনের যৌথ অভিযানে দুই আইসক্রিম কারখানায় ৭০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) উপজেলার জামাদার পাড়া ও নগরকুমারী হলপাড়া এলাকায় ওই অভিযান পরিচালনা করে কারখানা মালিকদের ভোক্ত অধিকার আইনে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম ফূয়াদ। এসময় বাংলাদেশ সেনাবাহিনীর বোদা সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন ইনজামামুল আমিন প্রিমনসহ সেনাবাহিনীর একটি টিম ও বোদা থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
জানা যায়, কারখানা দুটি বরফকল হলেও দীর্ঘদিন ধরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি করা হচ্ছিল। বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া কাপড়ের রং, ক্যামিকেল ও নোংরা পানি ব্যবহার করে আইসক্রিম মজুদ করা হচ্ছিল। মজুত করা আইসক্রিমে ছত্রাক জমে গিয়েছিল।
এসময় ভিসি কারখানা থেকে ৩ হাজার ৫০০ পিচ তৈরি আইসক্রিম জব্দ ও কাওসার কারখানা থেকে ৫০০ পিচ তৈরি আইসক্রিম জব্দ করে ধ্বংস করা হয়। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এসএম ফূয়াদ।
টিএইচ