শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২
The Daily Post

ব্রাহ্মণবাড়িয়ায় হ্যালো বেকারিকে দুই লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় হ্যালো বেকারিকে দুই লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও বিভিন্ন অনিয়মের জন্য হ্যালো বেকারি নামক একটি বেকারিকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারি পরিচালক ইফতেখারুল আলম রিজভী শহরের দাতিয়ারা (ওয়াপদা গেট) এলাকায় হ্যালো বেকারির কারখানায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন।

এ ব্যাপারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে দাতিয়ারা (ওয়াপদা গেইট) এলাকায় হ্যালো বেকারির কারখানায় ভোক্তা অধিকার, নিরাপদ খাদ্য সংস্থা ও র‌্যাব-৯ যৌথ অভিযান পরিচালনা করে।

অভিযানে দেখা যায় হ্যালো বেকারির কারখানায় কর্মচারীদের মাথায় টুলিংস কোর্ট নেই, যত্রতত্র ময়লা ছিটানো, খালি গায়ে কাজ করছে, ফ্রিজে বাসি মিষ্টি সংরক্ষণ ও অন্য পণ্য এক সাথে রাখা, ডিম ভাঙ্গা ও নষ্ট যত্রতত্র পরে আছে, ফ্রিজে মেয়াদহীন খাদ্যপণ্য সংরক্ষণ, মিষ্টি তৈরির স্থান অস্বাস্থ্যকর এবং মিষ্টি খোলা ও অস্বাস্থ্যকর অবস্থায় সংরক্ষণ ও মাছি পরে থাকতে দেখা যায়।

পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় হ্যালো বেকারিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

তিনি আরো জানান, তাদের এই অপরাধগুলো চলতি মাসের ২০ তারিখের মধ্যে সংশোধন করার সুযোগ দেয়া হয়েছে। ২০ তারিখের মধ্যে এই অপরাধগুলো সংশোধন না করলে পরবর্তীতে কারখানা সিলগালা করে দেয়া হবে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

এ সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা বশির আহম্মেদ ও র‌্যাব-৯-এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টিএইচ