শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২
The Daily Post

ভাস্কর মানবেন্দ্রর বাড়িতে আগুন: আ.লীগ-ছাত্রলীগের ৬ নেতা আটক

মানিকগঞ্জ প্রতিনিধি   

ভাস্কর মানবেন্দ্রর বাড়িতে আগুন: আ.লীগ-ছাত্রলীগের ৬ নেতা আটক

ভাস্কর মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ছয়জনকে আটক করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ। বুধবার (১৬ এপ্রিল) রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা সবাই আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ।

আটকরা হলেন- সদর উপজেলা ছাত্রলীগের অর্থ বিষয়ক সম্পাদক আল আমিন তমাল (২২), যুগ্ম সাধারণ সম্পাদক মাইনউদ্দিন আহাম্মদ পিয়াস (২২), আওয়ামী লীগের ৩নং ওয়ার্ড সাধারণ সম্পাদক বাবুল হোসেন (৫৪), মীর মারুফ (২১), ছাত্রলীগ নেতা আমিনুর রহমান (২৪) ও খান মোহাম্মদ রাফি ওরফে সিজন (১৮)।

জানা যায়, পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখাবয়বসহ বিভিন্ন মোটিফ তৈরির অভিযোগে ভাস্কর মানবেন্দ্র ঘোষকে ফেসবুকে হুমকি দেওয়া হয়েছিল। মঙ্গলবার ভাস্কর মানবেন্দ্র সদর থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেন। এরপর মঙ্গলবার দিবাগত রাত দুইটা থেকে তিনটার মধ্যে সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের চান্দইর ঘোষের বাজার এলাকায় তার বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।

বুধবার ভোর চারটার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বুধবার ভাস্কর মানবেন্দ্র ঘোষ বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে সদর থানায় মামলা করেন।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ বলেন, এ ঘটনায় শিল্পী মানবেন্দ্র ঘোষ বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন। গতকাল রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ৬ জনকে আটক করা হয়েছে। আসামিদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

টিএইচ