রবিবার, ২৭ জুলাই, ২০২৫
ঢাকা রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২
The Daily Post

মাগুরায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

মিরাজ আহমেদ, মাগুরা

মাগুরায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

মাগুরা সদর উপজেলার ভিটাসাইর গ্রামে যৌথ বাহিনীর অভিযানে জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের সবুজকে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে।

জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার (২৪ জুন) ভায়না মোড়ে সেনাবাহিনীর বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করেন আবু তাহের সবুজ।

চার উপজেলা থেকে ছাত্রদলের কর্মীদের একত্র করে এই মিছিলের আয়োজন করা হয়। মিছিল চলাকালে সেখানে সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে যৌথ বাহিনীর সদস্যরা সবুজকে ঘটনাস্থল থেকে আটক করেন।

পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাগুরা আর্মি ক্যাম্পের নেতৃত্বে দুপুরে সবুজের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে তার বাড়ি থেকে একটি ওয়ান শুটার গান, একটি এ্যামুনিশন (গুলির খোল), ১৫ ইয়াবা এবং একটি রামদা উদ্ধার করা হয়।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আয়ুব আলী বলেন, যৌথ বাহিনী অভিযানে আবু তাহের সবুজকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলা নেয়ার প্রক্রিয়া চলছে।

আবু তাহের সবুজ একসময় মাগুরা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। বিএনপির ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, বিগত কয়েক বছরে তিনি সাংগঠনিকভাবে নিষ্ক্রিয় থাকলেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় সক্রিয় ছিলেন। তার বিরুদ্ধে অতীতেও একাধিক মামলার অভিযোগ রয়েছে এবং তিনি একাধিকবার কারাবরণ করেছেন।

স্থানীয়দের অনেকে জানান, গ্রেপ্তার হওয়া সবুজের গতিবিধি নিয়ে দীর্ঘদিন ধরেই সন্দেহ ছিল। তিনি এলাকার সাধারণ মানুষের সঙ্গে খুব একটা মিশতেন না। কিছুদিন ধরে তার বাড়িতে বাইরের লোকজনের যাতায়াতও বেড়ে যায়।

মাগুরা জেলা প্রশাসন জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষায় সেনা, পুলিশ ও র‍্যাবের সমন্বয়ে যৌথ অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে এবং কোনো প্রভাবশালী বা রাজনৈতিক পরিচয়ধারী ব্যক্তি অপরাধে জড়িত থাকলে তাকে ছাড় দেয়া হবে না।

এদিকে সবুজের গ্রেপ্তারের খবরে মাগুরার রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিএনপি ও ছাত্রদলের নেতারা গ্রেপ্তারের ঘটনায় রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে দাবি করলেও প্রশাসন বলছে, এটি একটি গোয়েন্দাভিত্তিক নিয়মিত অভিযান।

এ ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ও আলোচনার সৃষ্টি হয়েছে।

টিএইচ