মানিকগঞ্জে পাট চাষিদের অভিযোগ প্রতিকার ব্যবস্থাবিষয়ক স্টেকহোল্ডারদের সমন্বয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়ছে। বুধবার (১৮ জুন) মানিকগঞ্জ পাট গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় পাট গবেষণা ইনস্টিটিউট মানিগঞ্জের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও ইনচার্জ ড. সালেহ মো. আশরাফুল হকের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক নার্গিস আক্তর।
এ সময় আরও উপস্থিত ছিলেন, পরিচালক (কারিগর) ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোসলেম উদ্দিন, পরিচালক (জুট টেক্সটাইল) ড. ফেরদৌস আক্তার দিলরুবা, পরিচালক (পিটিসি) ড. মাহমুদ আল হোসেনসহ বীজ প্রত্যয়ন কর্মকর্তা, বিএডিসির প্রতিনিধি, পাট শিল্প উদ্যোক্তা, কৃষক প্রতিনিধি, পাট ও পাট বীজ ব্যবসায়ীরা।
অবহিতকরণ সভায় ২৫ জন কৃষকসহ সংশ্লিষ্ট ইনস্টিটিউটের ৪০ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা পাট চাষের সম্ভাবনা ও কৃষকদের সংকট উত্তরণে করণীয় শীর্ষক আলোচনা করেন।
টিএইচ