বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২
The Daily Post

মান্দায় প্রতিবন্ধী ভিক্ষুককে অটোভ্যান উপহার

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

মান্দায় প্রতিবন্ধী ভিক্ষুককে অটোভ্যান উপহার

নওগাঁর মান্দায় সমাজ সেবা অধিদপ্তরের আওতায় ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির অংশ হিসাবে প্রতিবন্ধী ভিক্ষুক বেলাল হোসেনকে অটোভ্যান উপহার দেয়া হয়।

বুধবার (২৩ এপ্রিল) মান্দা উপজেলা পরিষদ চত্বরে ইউএনও মো. শাহ আলম মিয়া উপস্থিত থেকে নিজ হাতে প্রতিবন্ধী ভিক্ষুক বেলাল হোসেনকে অটোভ্যানের চাবি তুলে দেন।
এসময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাকিল আহমেদসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মচারীরা।

এসময় ইউএনও বলেন, বেলাল হোসেন একজন প্রতিবন্ধী ভিক্ষুক তার একটি পা নেই কাজকর্ম করতে পারে না। তাই সে ভিক্ষা করে সংসার চালায়। কিন্তু তার ভিক্ষা করতে ভালো লাগে না।

তাই সে উপজেলায় সংশ্লিষ্ট দপ্তরে আবেদনের প্রেক্ষিতে বুধবার (২৩ এপ্রিল) তাকে ৫০ হাজার টাকা মূল্যের একটি অটোভ্যান উপহার দেয়া হলো। যার মাধ্যমে সে ভিক্ষাবৃত্তি ছেড়ে ভ্যান চালিয়ে সংসার চালাবে।

প্রতিবন্ধী ভিক্ষুক বেলাল হোসেন বলেন, অটোভ্যান উপহার পেয়ে আমি খুব খুশি হয়েছি ভিক্ষার মতো ছোট কাজ করতে হবে না। আমি এই ভ্যান চালিয়ে সংসার চলতে পারবো। বেলাল হোসেন উপজেলার চক নন্দরামপুর গ্রামের খিদির উদ্দিনের ছেলে।

টিএইচ