মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২
The Daily Post

মামলার জট আমাদের চিন্তিত করেছে: প্রধান বিচারপতি

টাঙ্গাইল প্রতিনিধি

মামলার জট আমাদের চিন্তিত করেছে: প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, মামলার জট আমাদের চিন্তিত করেছে। বিচার প্রার্থীরা যদি দীর্ঘ দিনেও বিচার না পায়, তাহলে এক সময় তারা আদালতের প্রতি বিশ্বাস হারাতে পারে। মামলা থাকবে কিন্তু যাতে জট না হয়, সহনীয় পর্যায়ে থাকে সেটা আমরা চেষ্টা করে যাচ্ছি।

বুধবার (২৬ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় টাঙ্গাইল আদালত চত্বরে বিচার প্রার্থীদের জন্য বিশ্রমাগার ‘ন্যায়কুঞ্জ’ নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপনকালে একথা বলেন তিনি।

তিনি বলেন, ২০২২ সাল থেকে আমাদের বিচারকগণ অবিরাম পরিশ্রম করে যাচ্ছেন,পুরোনো বা বর্তমান মামলাগুলো যাতে দ্রুত নিষ্পত্তি করা যায়। এ কারণে বর্তমানে যতগুলো মামলা ফাইল হয়েছে তার চেয়ে বেশি নিষ্পত্তি হয়েছে। এই ধারা যদি অব্যাহত থাকে, তাহলে আমরা একটা সহনীয় পর্যায়ে থাকবো।তিনি আইনজীবী, আইনজীবীর সহকারী এবং বিচার প্রার্থীদের আদালতকে সাহায্য করার অনুরোধ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইলের সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ আব্দুল আহাদ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মো. মশিয়ার রহমান, আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান, টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) মো. মাহাবুবুর রহমান, টাঙ্গাইলের বিশেষ জজ আদালতের বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) মো. রাফিজুল ইসলাম, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাউদ হাসান, জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার ও পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়ছার প্রমুখ।

টিএইচ