রবিবার, ২৭ জুলাই, ২০২৫
ঢাকা রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২
The Daily Post

মির্জাগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি আটক

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

মির্জাগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি আটক

পটুয়াখালীর মির্জাগঞ্জে পুলিশ ও সেনাবাহিনী যৌথবাহিনী অভিযান চালিয়ে তালিকাভুক্ত মাদক কারবারি মো. জিয়া সিকদারকে গাঁজা ও মাদক গ্রহণের উপকরণসহ আটক করেছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোরে উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের রানীপুর বাজার সংলগ্ন মেন্দিয়াবাদ মুখী ইটের সোলিং রাস্তার পাশে নিজ দোকান থেকে তাকে আটক করা হয়। আটক জিয়া সিকদার খুলনার সোনাডাঙার নাজিরঘাট এলাকার মৃত. সোবাহান সিকদারের ছেলে ও দেউলী সুবিদখালী ইউনিয়নের রানীপুর গ্রামের মৃত আকছেম মৃধার জামাতা।

থানা সূত্রে জানা যায়, এসময় দোকানে তল্লাশি চালিয়ে ৪০৫ গ্রাম গাঁজা, ২ কৌটা শুকনা গাঁজা, ৬টি গাঁজা স্টিক, ৭টি দিয়াশলাই, ৩টি সিরিঞ্জ, ১টি চাকু, ১টি কাঁচি এবং ১টি মোবাইল ফোন উদ্ধার করা  হয়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এলাকার যুবকদের মধ্যে মাদক ছড়িয়ে দিয়ে যুব সমাজকে ধ্বংস করার পেছনে জিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল জিয়া সিকদার । তার গ্রেপ্তারে স্বস্তি প্রকাশ করেছে এলাকাবাসী।

মির্জাগঞ্জ থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, আটক জিয়া খুলনা, পটুয়াখালী ও মির্জাগঞ্জসহ বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করতো। তার বিরুদ্ধে মির্জাগঞ্জ থানায় মাদক মামলা রয়েছে।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলা নং ১৫। আটক জিয়া সিকদারকে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

টিএইচ