রবিবার, ২৭ জুলাই, ২০২৫
ঢাকা রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২
The Daily Post

মুজিবনগর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মেহেরপুর প্রতিনিধি

মুজিবনগর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু বলেছেন, আজ অনেকের আচার-আচরণে এমনও মনভঙ্গি আমরা দেখি, যে এক ফ্যাসিবাদের বিদায় হয়েছে কিন্তু কেউ কেউ হঠাৎ রাজনৈতিক দল গঠন করে তাদের আচার-আচরণ আর কথাবার্তায় যেন তাদের শরীর থেকেও আমরা আস্তে আস্তে ফ্যাসিবাদের গন্ধ পায়।

তাদের বলি জনগণের সমর্থন থাকলে নির্বাচনের মাঠে আসুন। যে ফ্যাসিবাদ বিতাড়িত করা হয়েছে যদি সেই ফ্যাসিবাদের মত আচরণ করেন তাহলে আপনাদের পরিণতিও কিন্তু ফ্যাসিবাদের মতই হবে।  

বুধবার (২৩ জুলাই) মুজিবনগর উপজেলার রামনগর ফুটবল মাঠে মুজিবনগর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এর আগে জাতীয় ও দলীয় পতাকা এবং পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ জাভেদ মাসুদ মিল্টন।

অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. কামরুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ফয়েজ মোহাম্মদ ও জেলা বিএনপির সদস্য আলমগীর খান ছাতু, রোমানা আহম্মেদ।

এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য ইলিয়াস হোসেন, আব্দুল আউয়াল, খাইরুল বাশার, হাফিজুর রহমান হাফি, রেজাউল হক, ওমর ফারুক লিটন, মকবুল হোসেন মেঘলাসহ জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

সম্মেলন শেষে কোন প্রতিদ্বন্দী না থাকায় আমিরুল ইসলামকে সভাপতি, মশিউর রহমানকে সাধারণ সম্পাদক, হারুন অর রশিদকে সাংগঠনিক সম্পাদক হিসেবে আংশিক কমিটির নাম ঘোষণা করা হয়। কাউন্সিলরদের ভোটের মাধ্যমে কমিটি নিবার্চন করা হয়।

টিএইচ