রবিবার, ০৬ জুলাই, ২০২৫
ঢাকা রবিবার, ০৬ জুলাই, ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২
The Daily Post

মুন্সীগঞ্জে আবদুল হাকিম বিক্রমপুরীর মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে আবদুল হাকিম বিক্রমপুরীর মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

মুন্সীগঞ্জের কৃতি সন্তান, অবিভক্ত বাংলার রাজনীতিবিদ আবদুল হাকিম বিক্রমপুরীর ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ জুলাই) সদরের কাজী কমরউদ্দিন গভ. ইন্সটিটিউশন স্কুল মাঠে যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে আবদুল হাকিম বিক্রমপুরী স্মৃতি সংসদ, স্মৃতি পাঠাগার, প্রাক্তন সিপিএসপি এম এম নূরুল ইসলাম অনু মেমোরিয়াল ফাউন্ডেশন এবং কাজী কমরউদ্দিন গভ. ইন্সটিটিউশন। এতে অংশ নেয় শিক্ষার্থী, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন পেশার মানুষ।

এতে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত। বিশেষ অতিথি ছিলেন সদর ইউএনও মাহবুবুর রহমান। সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ ফজলুর রহমানে সভাপতিত্বে  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরিফুল ইসলাম, মানবাধিকার সংগঠন অধিকারের পরিচালক এস এম নাসিরউদ্দিন এলান, এভিজেএম উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরে আলম, স্থানীয় শিল্পপতি এনামুল ইসলাম বাবু, আবদুল হাকিম স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, যুগ্ম সম্পাদক অ্যাড. আশরাফুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা মাহফুজুর রশীদ প্রমুখ।

আলোচনা শেষে ১০টি বিদ্যালয়ের ১০ জন শিক্ষার্থীর হাতে বৃত্তি তুলে দেয়া হয়।

টিএইচ