রবিবার, ২৭ জুলাই, ২০২৫
ঢাকা রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২
The Daily Post

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে পা পিছলে পড়ে রাজমিস্ত্রী নিখোঁজ

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে পা পিছলে পড়ে রাজমিস্ত্রী নিখোঁজ

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে পা পিছলে লঞ্চ থেকে নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন মো. লোকমান হোসেন নামের এক রাজমিস্ত্রী। তিনি ভোলা জেলার তজুমুদ্দিন উপজেলার দেওয়ানপুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মৃত রফিকুল ইসলাম। গত রোববার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ‘ফারহান-৩’ নামের মনপুরা থেকে ঢাকাগামী একটি লঞ্চে লোকমান হোসেন তার স্ত্রী রিপা আক্তার, চাচাতো ভাই শিহাদ ও সোহেলসহ ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। পথে মুন্সীগঞ্জ লঞ্চঘাটে লঞ্চটি থামলে সফরসঙ্গী সোহেলকে নামিয়ে দিতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে যান লোকমান।

চাচাতো ভাই মো. শিহাদ জানান, লঞ্চটি তখন ঘাটে ভিড়ানো ছিল। সোহেল নামার সময় লোকমান পিছন থেকে সহায়তা করছিল। ঠিক তখনই তার পা পিছলে যায় এবং সে নদীতে পড়ে যায়। মুহূর্তের মধ্যে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। ঘটনার পরপরই নিখোঁজ লোকমানকে উদ্ধারের জন্য ৯৯৯ কল করা হয়।

পরে ভোর থেকে অভিযান শুরু করে ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিএ এবং নৌ-পুলিশ। সোমবার (১৬ জুন) সকাল ১১ টা পর্যন্ত তাকে খুঁজে না পাওয়ায় স্বজনদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, যতক্ষণ পর্যন্ত না নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হচ্ছে, ততক্ষণ পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

টিএইচ