মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২
The Daily Post

ময়মনসিংহে ‘জুলাই চত্বর’ উদ্বোধন

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

ময়মনসিংহে ‘জুলাই চত্বর’ উদ্বোধন

ময়মনসিংহ নগরীর ঐতিহাসিক টাউন হল মোড়ে ‘জুলাই চত্বর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ এ চত্বরের উদ্বোধন করেন।

উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুফিদুল আলম, পুলিশ সুপার কাজী আখতার উল আলম, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ‘জুলাই আন্দোলন’-এর প্রাক্তন নেতাকর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও শহীদ সাগরের পিতা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘জুলাই আন্দোলন’ ময়মনসিংহের ইতিহাসে এক গৌরবময় অধ্যায়। শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ এই আন্দোলনের স্মৃতি চিরস্মরণীয় করে রাখতে ‘জুলাই চত্বর’ নামকরণ ও উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠান শেষে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বক্তারা নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের আদর্শ এবং গণতান্ত্রিক আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, ‘জুলাই চত্বর’-এর উদ্বোধনের মাধ্যমে ময়মনসিংহবাসী ‘জুলাই আন্দোলন’-এর গৌরবময় ইতিহাসকে আরও গভীরভাবে স্মরণ ও লালন করবে।

টিএইচ