ময়মনসিংহ বিভাগীয় আইনশৃঙ্খলার নবগঠিত কমিটির সমন্বয় সভা মঙ্গলবার (২২জুলাই) বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ।
সভায় ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি, বিভাগের চার জেলার জেলা প্রশাসক, সংশ্লিষ্ট দপ্তরের প্রধানরা, রাজনৈতিক নেতারা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার জিয়া আহমেদ সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় দ্রব্যমূল্য ও বাজার নিয়ন্ত্রণ, যানজট নিরসন, ময়মনসিংহ-জামালপুর বাস সার্ভিস চালু, মাদক ও কিশোর অপরাধ দমন, যৌন হয়রানি, ইভটিজিং এবং বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ে গুরুত্ব সহকারে আলোচনা হয়। সভাপতি মোখতার আহমেদ বলেন, এই আলোচ্য বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবার সহযোগিতা নিয়ে ময়মনসিংহ বিভাগকে একটি আদর্শ নগরে রূপান্তর করা সম্ভব।
সভায় শম্ভুগঞ্জ ব্রিজের টোল প্লাজা পুনরায় চালুর প্রসঙ্গও আলোচনায় উঠে আসে। মন্ত্রণালয় থেকে প্রেরিত এ প্রস্তাবের বিরুদ্ধে একমত পোষণ করেন উপস্থিত সকলে। আলোচকরা মত দেন, টোল চালু হলে জনমনে অসন্তোষ সৃষ্টি হতে পারে এবং আইনশৃঙ্খলার অবনতি ঘটার আশঙ্কা রয়েছে।
ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া সভায় বলেন, পুলিশ জনগণের আস্থার জায়গা। কথা কম বলে কাজ বেশি করাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। তিনি ধর্ষণ প্রতিরোধে সমাজের সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং মসজিদের ইমামদের শুক্রবারের খুতবায় সচেতনতামূলক বার্তা অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।
সভায় ২০২৪ সালের ২৪ জুলাইয়ের আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে ‘মেমরি স্ট্যাম্প’ নির্মাণ এবং ঐতিহাসিক জুলাই অভ্যুত্থান স্মরণে বার্ষিক কর্মসূচি পালনের ঘোষণাও দেয়া হয়।
সভাপতি বলেন, আমরা আশান্বিত, দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকলে ময়মনসিংহ একটি শান্তিপূর্ণ ও সম্মানিত নগর হিসেবে তার ঐতিহ্য ধরে রাখতে পারবে। সভা শেষে বিভাগীয় আইনশৃঙ্খলা রক্ষা এবং সামাজিক শৃঙ্খলা নিশ্চিত করতে সব মহলের সহযোগিতা কামনা করা হয়।
টিএইচ