৬ দফা দাবিতে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান ফটকে তালা ঝুলিয়ে শাটডাউন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৯ এপ্রিল) নগরীর মাসকান্দা এলাকায় অবস্থিত ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেন।
জানা যায় ময়মনসিংহ পলিটিক্যাল ইনস্টিটিউটে বেলা ১১ টা থেকে ৬ দফা দাবিতে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। একপর্যায়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা ইনস্টিটিউটের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বের করে দিয়ে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়।
৬ দফা আন্দোলন কর্মসূচির প্রধান ছাত্র প্রতিনিধি ও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মো. রেদোয়ান উজ জামান বলেন- ৬ দফা দাবিতে আমাদের শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে ইনস্টিটিউটের একাডেমি এবং প্রশাসনিক সব কাজ বন্ধ করে দিয়ে প্রধান ফটকে তালা দেয়া হয়েছে।
আমাদের দাবির বিষয়ে গঠিত সংস্কার কমিটি যে পর্যন্ত চূড়ান্ত রূপরেখা প্রকাশ না করবে সে পর্যন্ত আমাদের এই শাটডাউন কর্মসূচি চলবে।
ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট অধ্যক্ষ মো. শওকত হোসেন বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের কারণে এই প্রতিষ্ঠানটিতে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। বিষয়টি সমাধান অতিব জরুরি।
টিএইচ