মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২
The Daily Post

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি 

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হেলেনা বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) হাসপাতালের ডেঙ্গু ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন এই তথ্য নিশ্চিত করেছেন। 

মৃত হেলেনা বেগম নেত্রকোণা জেলার পুর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়নের নেটিরকান্দা গ্রামের আব্দুল হাদীর মেয়ে। 

ডা. মুন বলেন, হেলেনা বেগম গত সোমবার দিবাগত মধ্যরাতে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এরপর চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ভোরে মারা যান। তিনি আরও বলেন, বতর্মানে ডেঙ্গু আক্রান্ত ২০ জন রোগী চিকিৎসাধীন আছে। 

এর মাঝে পুরুষ ১২ জন, নারী ৬ জন ও দুজন শিশু চিকিৎসাধীন আছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪ জন ভর্তি হয়েছেন।

টিএইচ