রবিবার, ২৭ জুলাই, ২০২৫
ঢাকা রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২
The Daily Post

রাঙ্গামাটিতে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ পাঠ

রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটিতে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ পাঠ

রাঙ্গামাটি পার্বত্য জেলাতে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এই উপলক্ষে শনিবার (২৬ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও  মহিলা অধিদপ্তর, রাঙ্গামাটি পার্বত্য জেলা সমন্বয়ে আলোচনা সভা আয়োজন করা হয় এবং কেন্দ্রীয় প্রোগ্রামের সঙ্গে সমন্বয় করে উপস্থিত সবাইকে নিয়ে শপথ পাঠ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিব উল্লাহ (মারুফ)।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, জুলাই যোদ্ধারা, বিভিন্ন সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির উপকারভোগীরা, গণ্যমান্য ব্যক্তিরা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

টিএইচ