রবিবার, ২৭ জুলাই, ২০২৫
ঢাকা রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২
The Daily Post

রাজবাড়ীতে গণধর্ষণ মামলার আসামি ফরিদপুর থেকে গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে গণধর্ষণ মামলার আসামি ফরিদপুর থেকে গ্রেপ্তার

রাজবাড়ীর সদর থানায় দায়ের হওয়া এক গণধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি মো. রাজাকে ফরিদপুরের কোতোয়ালি থানাধীন গজারিয়া বাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। গত বৃহস্পতিবার দিবাগত রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় র্যাব-১০-এর একটি অভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার মো. রাজা রাজবাড়ী সদর উপজেলার বড়দোয়াল গ্রামের মো. নিলুর ছেলে। মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৮মে ভিকটিম ও তার বান্ধবীকে আসামি রাজা ও তার সঙ্গী রিয়াজ মোটরসাইকেলে করে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকার একটি রেস্টুরেন্টে নিয়ে যায়।

রাতের খাবার শেষে ফেরার পথে রাতে মোহাম্মদপুর গ্রামের নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ করেন ভুক্তভোগী। পরদিন ভিকটিম নিজেই রাজবাড়ী সদর থানায় মামলা করেন।

র্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) শামীম হাসান সরদার শুক্রবার (২৫ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের গ্রেপ্তারে র্যাব-১০ এর অধিনায়ক বরাবর একটি অধিযানপত্র পাঠান।

এরপর গোয়েন্দা নজরদারি ও প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে রাজার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিকে যথাযথ আইনগত প্রক্রিয়ায় সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

টিএইচ