বুধবার, ০৯ জুলাই, ২০২৫
ঢাকা বুধবার, ০৯ জুলাই, ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
The Daily Post

রাজবাড়ীতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

‘বৈষম্যের ঠাঁই নাই, নিয়োগবিধি সংশোধন চাই’ এই স্লোগানে রাজবাড়ীতে ৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। মঙ্গলবার (২৪ জুন) রাজবাড়ী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সামনে স্বাস্থ্য সহকারীরা এ কর্মসূচি পালন করেন।

পদমর্যাদা, বেতন গ্রেড ও নিয়োগবিধি সংশোধনের দাবিতে আয়োজিত এই কর্মসূচিতে বক্তব্য রাখেন, রাজবাড়ী হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এসএম সবুজ শাহীন, সাধারণ সম্পাদক মজনু বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, রুবিনা আক্তার প্রমুখ।

ছয় দফা দাবিগুলোর মধ্যে রয়েছে,  নির্বাহী আদেশে নিয়োগবিধি সংশোধন করে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান নির্ধারণ ও ১৪তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা ও ১১তম গ্রেডে উন্নীতকরণ, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড নিশ্চিত করা, পূর্বের নিয়োগবিধি অনুযায়ী স্বাস্থ্য সহকারী ও স্বাস্থ্য পরিদর্শকদের অভিজ্ঞতার আলোকে স্নাতক স্কেলে অন্তর্ভুক্তি ও বেতন স্কেল উন্নীতকরণের পূর্বে টাইম স্কেল ও উচ্চতর গ্রেড পূর্বের স্কেলের সঙ্গে সংযুক্ত করা ও ইন-সার্ভিস ডিপ্লোমা (এসআইটি কোর্স) সম্পন্নকারী স্বাস্থ্য সহকারী ও পরিদর্শকদের ডিপ্লোমাধারী হিসেবে স্বীকৃতি দিয়ে সরাসরি ১১তম গ্রেড প্রদান।

টিএইচ