রাজশাহী নগরীর বুলনপুর নবাবগঞ্জ ঘোষপাড়ার জান্নাতুল মাকাম জামে মসজিদে মহানবী (সা.) সম্পর্কে কটূক্তি করার প্রতিবাদে রাজশাহীর সর্বস্তারের তৌহিদী জনতা ব্যানারে বিক্ষোভ ও সমাবেশ করেছে মুসল্লিরা।
বুধবার (২৩ এপ্রিল) রাজশাহী কোর্ট চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কোর্ট চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
ওই সমাবেশে বক্তারা বলেন, আমাদের প্রিয় নবীকে (সা.) নিয়ে কেউ যদি কটূক্তি করে আমরা কাউকে ছাড়া দিবো না। শ্রী সাগর সাহা কটূক্তি করেছে আমরা আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাকে পুলিশের হাতে তুলে দিয়েছি। এ সময় তারা আদালতের বিচারের মাধ্যমে ফাঁসির দাবি জানান।
উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, রাজশাহী মহানগর ওলামা কল্যাণ পরিষদের সভাপতি হাফেজ মাওলানা রুহুল আমিন, হড়গ্রাম বাজার জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ ক্বারী মাও. জাকির হোসাইন, বুলনপুর নবীনগর জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ ক্বারী মাও. আশিকুর রহমান ও জান্নাতুল মাকাম জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ ক্বারী মাও. তানবিন আকতার তকী।
টিএইচ