রাজশাহী বিভাগীয় এবং জেলা প্রশাসনের সহযোগিতায় পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয় নানা কর্মসূচি গ্রহণ করে। দিবসটি উপলক্ষে বুধবার (২৫ জুন) রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় চত্বর হতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে জেলা শিল্পকলা একাডেমি সম্মেলন কক্ষে দিবসটির প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান।
সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন, বর্তমানে আমরা বিভিন্ন ধরনের দূষণে নিমজ্জিত হয়েছি, এখান থেকে বেরিয়ে আসতে হবে। পরিবেশ বিষয়ে ভালো অভ্যাস দূরে ঠেলে দিলে আমরা কিছু শিখবো না। আমরা যেখানে সেখানে প্লাস্টিক ফেলি কিন্তু কখনো চিন্তা করি না এর ভবিষ্যৎ কী। প্লাস্টিকের কারণে আমাদের নানা ধরনের ক্ষতি হচ্ছে, পরিবেশ দূষিত হচ্ছে এবং পৃথিবীর ওজন স্তর ক্ষয় হচ্ছে। এখান থেকে বাঁচার উপায় খুঁজে বের করতে হবে।
এসময় তিনি পরিবেশ সুরক্ষায় সবাইকে বেশি বেশি গাছ লাগানোর পরামর্শ দেন। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মো. গোলাম মোস্তফা।
অতিরিক্ত জেলা প্রশাসক টুকটুক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম। স্বাগত বক্তব্য রাখেন, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোছা. তাছমিনা খাতুন।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, এনজিও প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী এবং সুধীজন উপস্থিত ছিলেন।
টিএইচ