রবিবার, ২৭ জুলাই, ২০২৫
ঢাকা রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২
The Daily Post

রামগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

রামগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ

লক্ষ্মীপুরের রামগঞ্জে ওয়াপদা সড়কের দুই পাশে, পৌর আঙ্গারপাড়া ও কাঞ্চনপুর ইউনিয়নের বিঘা মৌজার মাঝে পানি উন্নয়ন বোর্ডের ভূমিতে অবৈধভাবে গড়ে উঠা দেকানপাট ও বিভিন্ন স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (২৩ জুলাই) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ও লক্ষ্মীপুর জেলা প্রশাসকের সহযোগিতায় এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

অভিযানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড রায়পুর লক্ষ্মীপুরের উপ-বিভাগীয় প্রকৌশলী বকুল চন্দ্র পাল, রামগঞ্জ উপজেলা সহকারী ভূমি দেবব্রত দাস, বাংলাদেশ সেনাবাহিনী ও রামগঞ্জ থানা পুলিশ।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম বলেন, আজকে আমাদের উচ্ছেদ অভিযান চালু হয়েছে। এটি ভবিষ্যতে ও চলমান থাকবে।

টিএইচ