লক্ষ্মীপুরের রামগঞ্জে ওয়াপদা সড়কের দুই পাশে, পৌর আঙ্গারপাড়া ও কাঞ্চনপুর ইউনিয়নের বিঘা মৌজার মাঝে পানি উন্নয়ন বোর্ডের ভূমিতে অবৈধভাবে গড়ে উঠা দেকানপাট ও বিভিন্ন স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার (২৩ জুলাই) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ও লক্ষ্মীপুর জেলা প্রশাসকের সহযোগিতায় এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
অভিযানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড রায়পুর লক্ষ্মীপুরের উপ-বিভাগীয় প্রকৌশলী বকুল চন্দ্র পাল, রামগঞ্জ উপজেলা সহকারী ভূমি দেবব্রত দাস, বাংলাদেশ সেনাবাহিনী ও রামগঞ্জ থানা পুলিশ।
এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম বলেন, আজকে আমাদের উচ্ছেদ অভিযান চালু হয়েছে। এটি ভবিষ্যতে ও চলমান থাকবে।
টিএইচ